• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

লালমোহনে কালবৈশাখীতে বিধ্বস্ত ৬৬ পরিবারের মাঝে জাগোনারীর উদ্যোগে নগদ অর্থ বিতরণ

  • ''
  • প্রকাশিত ০৭ মে ২০২৪

লালেমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কালবৈশাখি ঝড়ে সম্পূর্ণ বিধ্বস্ত ৬৪ পরিবারের মাঝে এনজিও সংস্থা জাগোনারীর উদ্যোগে গৃহ পুনঃ নির্মাণ সহায়তার প্রথম কিস্তি ১০ হাজার টাকা গত ৬ মে সোমবার সকালে বিতরণ করা হয়েছে। লালমোহন উপজেলা পরিষদ হল রুমে এনজিও সংস্থা জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম গৃহ পুনঃ নির্মাণ সহায়তার প্রথম কিস্তির ১০ হাজার টাকা বিতরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, লালমোহন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহমুদ লিটন, বদরপুর ইউনিয়ন চেয়ারম্যান আরশাদ উল্লাহ মেলকার, চরভূতা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিনসহ জাগোনারীর কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে ৭ এপ্রিল লালমোহনে কালবৈশাখীতে সম্পূর্ণ বিধ্বস্ত বদরপুর ইউনিয়নের ২৮ জন ও চরভূতা ইউনিয়নের ৩৮ জনসহ মোট ৬৬ পরিবারের মাঝে নগদ ১০ হাজার টাকা বিতরণ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads